
তবে কি প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বলিউডের ‘সুলতান’-এর সঙ্গে কী স্ক্রীণ শেয়ার করতে চলছেন সুপারস্টার দীপিকা পাডুকোন? জানা গেছে, ‘ভাইজান’ কে নিয়ে কবীর খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এ দীপিকা পাডুকোনকে নিয়ে ভাবা হচ্ছে। যদি সত্যিই টিউবলাইটে অভিনয় করেন দীপিকা, তাহলে দুটি ছবি নিয়ে তিনি যে চরম ব্যস্ত হয়ে পড়বেন।
কারণ, আশি দিনে ছবির শুট শেষ করবেন বলছেন কবীর। তবে মাঝে আছে সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবতী’র শুটিং। ২০০ দিনের শুটিং-এর জন্য অভিনেতা অভিনেত্রীদের আগেই বলে দিয়েছেন সঞ্জয়। তাই দীপিকা এই চাপ সামলাতে পারবেন কীনা এই চিন্তায় অনেকেই ভাবছেন খান সাহেবের সঙ্গে তাকে দেখা না ও যেতে পারে।
প্রসঙ্গত, ‘ভাইজানের’ সঙ্গে দীপিকার স্ক্রিন শেয়ার করার বিষয়টা নিয়ে এর আগে বহুবার কথা এগিয়েও শেষ পর্যন্ত তা ফলপ্রসু হয়নি। কিছুদিন আগে যখন দু'টি আলাদা ছবির জন্য শ্যুটিং-এর কাজে উভয়েই বুদাপেস্টে একই সময়ে ছিলেন। বলিউড পাড়ায় প্রত্যাশা তৈরি হয়েছিল যে তারা হয়ত এবার এক সঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলবেন নিজেদের মধ্যে। কিন্তু সে যাই হোক দু'জনেরই ভক্তকুল আপাতত এই দুই তারকাকে একই সঙ্গে সেলুলয়েডে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষ কারছে।