oi চিত্রনায়িকা মাহি গত ২৫ মে ঘরোয়াভাবে বিয়ে করেন সিলেটের পাত্র পারেভেজ মাহমুদ অপুকে। বিয়ের পর সাংবাদিকদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করলেও নানা ব্যস্ততায় অনুষ্ঠিত হয়নি বৌভাত। আজ বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় নগরীর অভিজাত একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বৌভাত। বুধবার রাতে ঢাকার ক্যান্টনমেন্টের একটি মিলনায়তনের সামনে গাড়ি থেকে নামলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নববধূর সাজে সেজে আছেন। শরীরে জড়ানো লাল শাড়ি। পুরো শরীর জুড়ে গয়না। নাকে নথ। কপাল ছুঁয়ে আছে টিকলি। গলায় বুকে জড়িয়ে আছে অলঙ্কার। কতটুকু গয়না জড়িয়েছেন? পারিবারিক সূত্রে জানা গেল সব মিলিয়ে ৫০ ভরি সোনার গয়নায় সেজেছেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী। আগামী ২৪ জুলাই তার দ্বিতীয় বৌভাত অনুষ্ঠিত হবে শশুরবাড়ি সিলেটে। বিয়ের দুটি আনুষ্ঠানিকতা এবং হানিমুন উপলক্ষে অভিনয় থেকে মাস খানেকের ছুটি নিয়েছেন মাহি। এসব আনুষ্ঠানিকতা শেষ করেই ফিরবেন চলচ্চিত্রে।