
হ্যাঁ। ঠিকই পড়ছেন। কোনো প্রিন্টিং মিসটেক নয়। ১৮ নভেম্বরই বিয়ে করছেন ভাইজান। ওয়েট গার্লস। যাঁরা সল্লু মিঞাকে ভালবাসেন, পরের ব্রেকিংটা তাঁদের জন্য।
১৮ নভেম্বর সালমান বিয়ে করছেন ঠিকই। তবে কোন বছরের ১৮ নভেম্বর, তা খোলসা করেননি।
সম্প্রতি টেনিস সুন্দরী সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি প্রকাশ অনুষ্ঠানে সলমন হাজির ছিলেন। সেখানে সানিয়া তাঁর কাছে জানতে চান, ‘সবচেয়ে জরুরি প্রশ্ন, কবে তুমি বিয়ে করছ? এটা সকলে জানতে চান।’ উত্তরে সালমান বলেন, ‘১৮ নভেম্বর বিয়ে করব। কিন্তু কোন বছর বলতে পারব না। তবে করবই।’
১৮ নভেম্বর বিয়ে করেছিলেন সালমানের বাবা সেলিম খান এবং মা সালমা। দু’বছর আগে সল্লুর বোন অর্পিতা খানও ওই একই দিনে বিয়ে করেন। সে কারণেই কি ১৮ নভেম্বরকে টার্গেট করেছেন ভাইজান? উত্তর দেবে সময়।
সূত্র: আনন্দবাজার