jlkj উড়তা পাঞ্জাব’, ‘‌সুলতান’-‌এ‌র পর এবার ‘‌কাবালি‌’। ২২ জুলাই সারা বিশ্বে মোট সাতটি ভাষায় মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। কিন্তু মুক্তির তিন দিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল সেটি। ‘‌ডার্ক ওয়েব’‌ নামে একটি ওয়েবসাইটে ছবিটি ডাউনলোড করার একাধিক লিঙ্কও পাওয়া যাচ্ছে বলে খবর। যদিও তাতে চিন্তিত নন ‘‌থালাইভা’‌-‌র ভক্তরা। তাঁদের আশা, আরেক দক্ষিণী সিনেমা ‘‌বাহুবলি’‌-‌র থেকেও বেশি সাফল্য পাবে ‘‌কাবালি’। ইতিমধ্যে যার পাঁচটি রেকর্ড ভেঙে ফেলেছে রজনীকান্ত অভিনীত সিনেমাটি। শুধু তাই নয়, আমেরিকায় দু’‌ঘণ্টার মধ্যে সমস্ত টিকিটও বিক্রি হয়ে গেছে সেটির। এমনকী চেন্নাই, বেঙ্গালুরুর কয়েকটি অফিস সিনেমাটি মুক্তির জন্য ২২ জুলাই ছুটিও ঘোষণা করে দিয়েছে!‌ সূত্র: আজকাল