
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণের প্রেমের গুঞ্জণ ছাড়িয়ে এবার বিয়ের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, আগামী বছরের বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। এও শোনা গেছে, চলতি বছরের শুরুর দিকে গোপনে বাগদাদ সেরেছেন দীপিকা ও রণবীর। প্রেম ও বিয়ে বিষয়ে দুইজনই মুখ না খুললেও সম্প্রতি স্পেনে হয়ে যাওয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা দেখে বিয়ের গুঞ্জন শুরু হয়। ‘বেফিকরে’ ছবির শুটিং শেষ করে প্যারিস থেকে মুম্বাই ফেরার পর বিমাবন্দরে তাকে বিয়ের বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয়। উত্তরে তিনি বলেন, আমি মাত্র মুম্বাই আসলাম। এখন পর্যন্ত ঠিকমতো ঘুমাতেও পারিনি। আর আপনারা এখনই শুরু করে দিয়েছেন। এখন যখন এসেছি তো জানতে পারবেন। এখন দেখা যাক দীপিকার কাছ থেকে কি উত্তর পাওয়া যায়!