huy আয়নাবাজি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হতে উপস্থাপক মাসুমা রহমান নাবিলার। ছবিটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। নাবিলার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পার্থ বড়ুয়া। আগামী ১৯ আগস্ট ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। 'আয়নাবাজি' চলচ্চিত্রের মাধ্যমে যেমন নাবিলার অভিষেক হতে যাচ্ছে তেমনি চলচ্চিত্র পরিচালক হিসেবেও অমিতাভ রেজার এটি অভিষেক ছবি। ছবিটি দেশে মুক্তির আগেই ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের একটি অংশে প্রদর্শিত হয়েছে। নাবিলা বলেন,। প্রথম ছবি। অনেক এক্সাইটমেন্টের বিষয়তো অবশ্যই আছে। তারচেয়েও বড় বিষয় নিজের ছবি হলে গিয়ে দেখবো। এই অপেক্ষাও অনেক বড় মনে হচ্ছে। এর আগে ছবিটির ট্রেলার প্রকাশিত হয় অনলাইনে। এছাড়াও ‘আলু পেঁয়াজের কাব্য’ নামের একটি গান প্রকাশিত হয়েছে। -