ghtrd] বাল্মীকি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন রাখি সাওয়ান্ত। এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে ওই সম্প্রদায়ের লোকজন। আজ ভারতের জলন্ধর স্টেশনে শতাব্দী এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখান তাঁরা। সেইসঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাখিকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। বাল্মীকি সম্প্রদায়ের বিক্ষোভের পরই বিষয়টি নজরে আসে। কী এমন বলেছেন রাখি? যার জন্য তাঁকে গ্রেপ্তারের দাবি তোলা হচ্ছে। এরপরই সামনে আসে দুটি তথ্য। একটি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কোনও এক অনুষ্ঠানে বাল্মীকিকে খুনি বলেছিলেন রাখি। অন্য এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাখি ঋষি বাল্মীকিকে মিকা সিংয়ের সঙ্গে তুলনা করেন। -