
তার জন্য সৌন্দর্য এবং মেধার কোন বিশেষণই যথেষ্ট নয়। তিনি বলিউডজয়ী বাঙ্গালি রানি মুখার্জী। নতুন মা হওয়ার সুবাদে অনেকদিন অভিনয়ের বাইরে ছিলেন। মেয়ে আদিরাকে সময় দেওয়াই তার ফার্স্ট প্রায়োরিটি। তাকে শেষ দেখা দিয়েছিল ২০১৪ সালের ছবি ‘মর্দানি’তে। মেয়ে হওয়ার পর পরই দীর্ঘ ছুটিতে প্যারিস চলে যান নায়িকা। সেখানে ‘বেফিকর’-এর শুটিংয়ে আদিত্য চোপড়ার সঙ্গে কাজও করেছেন। আবার আদিরাকে নিয়ে চুটিয়ে ছুটিও এনজয় করেছেন। সম্প্রতি মেয়ের জন্মের প্রায় সাত মাস পর দেশে ফিরলেন রানি। এবং মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন। কিন্তু ইনি কে? ইনি কি সেই গ্ল্যামারাস নায়িকা? তাকে তো চেনাই দায়! ছবিতে দেখা যাচ্ছে, বেশ খানিকটা মোটা হয়েছেন রানি। নায়িকাসুলভ চেহারা নয়। বরং এ মেয়ে যেন আমাদের সকলের চেনা। এর আগে ‘বেফিকর’-এর র্যাপ আপ শুটেও দেখা গিয়েছে রানিকে। কিন্তু সেখানে তার চেহারার এই আদল ধরা পড়েনি। সত্যিই মা হওয়ার পর এক নতুন লুক পেয়েছেন রানি।