ko-k কারিনা কাপূরের মা হওয়ার খবরে খুশি গোটা বলিউড। কারিনার মা হওয়ার খবরে খুশি ছোট্ট মুন্নিও। “বজরঙ্গী ভাইজান”-এর মুন্নি অর্থাৎ হর্ষালি মালহোত্রা এতটাই খুশি যে নতুন সদস্যকে দেখার জন্য আর ধৈর্য্য ধরতেই পারছে না সে। মা-কে সে প্রশ্নই করে ফেলেছে, হাম কব মিলনে জায়েঙ্গে বেবি কো? (কবে বাচ্চার সঙ্গে দেখা করতে যাব?) হর্ষালির মা জানিয়েছেন, “বজরঙ্গী ভাইজান”-এর শ্যুটিংয়ের প্রথম দিনই কারিনা বলেছিলেন, হর্ষালি তার মেয়ের মতো। আমরা নিশ্চিত্, ফের রূপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে হর্ষালি-কারিনাকে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল কারিনা সন্তানসম্ভবা। সেই জল্পনা, গুঞ্জনকেই সম্প্রতি সত্যি বলে স্বীকার করেছে সঈফ আলি খান। তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষদিকে তাঁদের প্রথম সন্তান আসছে।