
চিরাচরিত নিয়মেই ইদ উদযাপন করলেন শাহরুখ এন্ড ফ্যামিলি। বৃহস্পতিবার মন্নতে নিজের বাড়ির সামনে ছেলে আব্রামকে নিয়ে ভক্তদের দেখা দিলেন শাহরুখ। বাবার মতোই সাদা কুর্তা পরেছিল আব্রামও। কিং-খানের মতো উপস্থিত জনতাকে অভিবাদনও জানায় সে। অন্যদিকে, নিজের বাড়িতেই ইদ পালন করলেন আমির খানও। পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাগ্নে অভিনেতা ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা।