uij চুল পড়া সমস্যা কতোটা ভয়াবহ আকার ধারণ করতে পারে তা যারা ভুক্তভুগি তারাই বেশ ভালো বুঝতে পারেন। একবার চুল পড়ার সমস্যা শুরু হলে তা ক্রমশ বাড়তেই থাকে। পুরুষের ক্ষেত্রে চুল পড়া শেষ পর্যন্ত টাকে গড়ায়। নারীদের জন্য চুল পড়ার সমস্যা অনেক বেশি মারাত্মক। বিশেষ করে সামনের দিকে চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। চুল পড়ার কারণ – প্রথমে জেনে নিন আমাদের চুল প্রধানত কি কি কারণে পড়তে পারে। যদি এই কারণগুলো বন্ধ করা যায় তাহলে অনেকাংশেই চুল পড়া রোধ করা সম্ভব। – অতিরিক্ত মানসিক চাপ – খুশকি – মাথার ত্বকের ইনফেকশন – চুলের যত্ন না নেয়া – অতিরিক্তি স্টাইলিং যেমন চুল রঙ করা, হিট করে কার্ল বা স্ট্রেইট করা এবং অতিরিক্ত হেয়ার ড্রায়ারের ব্যবহার – অতিরিক্ত কেমিক্যাল সমৃদ্ধ হেয়ার প্রোডাক্ট ব্যবহার – অপরিষ্কার চুল ইত্যাদি। জেনে নিন চুল পড়া বন্ধ করার জাদুকরী পদ্ধতিটি যা যা লাগবেঃ – ১ টি বড় পেঁয়াজ – ১ টেবিল চামচ মধু – ১ টেবিল চামচ অলিভ অয়েল পদ্ধতি ও ব্যবহারবিধিঃ – প্রথমে পেঁয়াজ মোটা করে টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে পেঁয়াজের টুকরো এবং মধু ও অলিভ অয়েল মিশিয়ে ব্লেন্ড করে ফেলুন ভালো করে। – এরপর এই মিশ্রণটি ভালো করে ছেঁকে শুধু রসটুকু বের করে নিন। – এই রসটুকু চুলের গোঁড়ায় ভালো করে ম্যাসেজ করে নিন। এবং ১-২ ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন। – এরপর সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। – ভালো ফলাফল পেতে সপ্তাহে ২-১ বার এই পদ্ধতিটি ব্যবহার করুন। – চুলের লম্বা ও ঘনত্ব ভেদে উপকরন কমবেশি করে নিন। বিস্তারিত ভালোভাবে বুঝার জন্য এই ভিডিওটি দেখুন।