
জয়া আহসান উইকিপিডিয়ার হিসেবে আজ পূর্ণ হলো ৪৩। এতোটা পথে সাফল্যও কম নয়। তবে জন্মদিনে নিজের বয়স নিয়রে বিস্মপয় প্রকাশ করেছেন এই অভিনেত্রী। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে এক সাক্ষাতকারে বলেছেন নায়িকাদের কোনো বয়স হয় না। পত্রিকাটি জয়াকে প্রশ্ন করে, উইকি বলছে বয়স ৪৩। নিজেকে এত সুন্দর ভাবে মেনটেন করছেন কী ভাবে? উত্তরে জয়া বলেন, তাই নাকি? (চরম অবাক) ৪৩! কে যে নিজের দায়িত্বে আমার সম্বন্ধে এ সব লিখেছে আমি জানি না। ৪৩-এর ধারে কাছেও না। শুনে অবাক হলাম। ৪৩ নয় বলছেন? তা হলে তো চেঞ্জ করতে হবে তো! না না। চেঞ্জ করারও কোনও দরকার নেই। কারণ ওটা ৪৩ বা ৮৩ যাই হোক না কেন, আমি বিশ্বাস করি অভিনেত্রীর কোনও বয়স নেই। নিজের গ্ল্যামের বিষয়ে বলেন, আমি ষোলআনা বাঙালি। মাছে-ভাতে থাকি। কোনও ডায়েট ফলো করি না। মাঝে মাঝে ওয়ার্কআউট করি। একবেলা খুব ভাল করে খাই। ব্রেকফাস্টটা বেশি পরিমাণে খাই। আর এ দেশে এসে নতুন করে মাটনের প্রেমে পড়লাম। আসলে শুটিংয়ে কলিগদের বাড়ি থেকে খাবার আসত। সেই থেকে মাটন খাওয়ার নেশা চেপেছে। -