hok ঢিসুম’ ছবির জন্য ধূমপান না করার ধনুক ভাঙা পণ ভাঙলেন জন আব্রাহাম। এই ছবিতে তিনি এক পুলিশের ভূমিকায় অভিনয় করছেন। যিনি একজন ‘চেন স্মোকার’। সেই চরিত্রটি সঠিক ভাবে পর্দায় ফুটিয়ে তুলতেই তাঁকে ধূমপান করার পরামর্শ দেন ‘ঢিসুম’ ছবির পরিচালক রোহিত ধবন। এত দিন ধরে ‘নো সিগারেট’ নীতিতেই বিশ্বাসী ছিলেন জন। কিন্তু এই ছবির শুটিংয়ের সময় প্রতিদিন ২০টা করে সিগারেট খেতে হয় তাঁকে। প্রায় দশ বছর আগে স্মোকিং ছেড়ে দিয়েছেন জন আব্রাহাম। কিন্তু এই ছবির জন্য প্রায় ছয়শ'টি সিগারেট খেতে হয়েছে তাঁকে। জন বলেছেন, ‘আমরা মোটেই স্মোকিংয়ে উৎসাহ দিচ্ছি না। কিন্তু এই ছবিতে আমার চরিত্রটাই এক চেন-স্মোকারের। চরিত্রের প্রয়োজন মেটাতেই আমাকে স্মোক করতে হয়েছে।’ এই ছবিতে জনের সঙ্গে বরুণ ধবন এবং জ্যাকলিনকেও দেখা যাবে। সূত্র: আনন্দবাজার