
ধূসর হয়ে গেছে নিকোল কিডম্যানের লালচে সোনালি চুল। মুখের বলিরেখা দেখে ভক্তদের হৃদয় এফোঁড়-ওফোঁড় হয়ে যেতে পারে। হলিউড অভিনেত্রীর এই রূপ স্থায়ী নয়; চরিত্রের প্রয়োজনে বুড়িয়ে যেতে হয়েছে তাঁকে।
কিডম্যানকে নতুন এই রূপে দেখে কিন্তু বোঝা যাবে না যে তিনি এখনো মাত্র ৪৯। টেলিভিশন থ্রিলার টপ অব দ্য লেক-এর জন্য এই বেশ ধরতে হয়েছে কিডম্যানকে। উনপঞ্চাশের এই তারকাকে আরও বয়োজে৵ষ্ঠ দেখাতে কাজ করেছে একটি দক্ষ মেকআপ শিল্পীর দল। তবে এই সিরিয়ালে তিনি কোন চরিত্র অভিনয় করছেন, তা এখনো জানা যায়নি। আইএএনএস।