ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে। খবর পাওয়া গেছে, জোয়া আখতারের এই ছবিতে জেনিফারের নায়ক হবেন পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান। শোনা যাচ্ছে, রণবীর সিংকেও এই ছবিতে দেখা যাবে। তবে তাঁর নায়িকা এখনো নির্ধারিত হয়নি। নায়িকা হিসেবে বড় পর্দায় এটি জেনিফারের প্রথম কাজ হলেও শিশু শিল্পী হিসেবে বলিউডের সিনেমায় তিনি এর আগেও অভিনয় করেছেন। মিড ডে