okjp['স্ত্রী শ্বেতা আলাদা থাকছেন। ডিভোর্সের কথাও হয়েছে। কিন্তু পুলকিত সম্রাট এতটাই ব্যস্ত যে ডিভোর্স যে ফাইল করার সময়টুকু তাঁর হাতে নেই। সনম রে ছবির সময়েই ইয়ামি গৌতম ও পুলকিত সম্রাটের সম্পর্কের কথা কানে আসে। কিন্তু দু’জনেই তখন বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। এ কথাও শোনা গিয়েছিল, সেটি নাকি ছিল পাবলিসিটি স্টান্ট। কিন্তু এই কথা আবার উড়িয়ে দেন সনম রে ছবির পরিচালক দিব্যা খোসলা কুমার। তিনি জানান, তাঁর প্রথম ছবি ইয়ারিয়াঁতে কোনও স্টার ছিল না। তখন যখন তিনি কোনও পাবলিসিটি স্টান্ট করেননি। সনম রে-তে তো স্টাররা আছেন। সেখানে তিনি এমন পাবলিসিটি স্টান্ট করবেন কেন? তারপর থেকে পুলকিত-ইয়ামির সম্পর্কের গুজব আরও দৃঢ় হয়। পাবলিসিটি স্টান্ট যখন নয়, তখন নিশ্চয়ই সম্পর্ক আছে। তার উপর আবার এও শোনা যাচ্ছিল স্ত্রী শ্বেতা রোহিরাকে নাকি ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন পুলকিত। সব মিলিয়ে পুলকিত বা ইয়ামি, কেউ স্বীকার না করলেও সম্পর্কের কথা ক্রমশ বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সেই ঘটনার পর কয়েকমাস কেটে গেছে। এখনও ডিভোর্স ফাইল করেননি পুলকিত বা শ্বেতা। প্রায় আট মাস হয়ে গেল তাঁরা আলাদা থাকছেন। পুলকিত জানিয়েছেন, তিনি এখন খুব ব্যস্ত। একের পর এক রিলিজ় তাঁর হাতে। তাই আইনি ঝামেলা সামলানোর মতো সময় নেই। শ্বেতার আর তিনি যে বৈবাহিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না, সেখান দুঃখের ব্যাপার। তাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।