
এক সময় একসঙ্গে নাকি ডেট করতেন শহিদ কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া। তবে তা নেহাত গুজব ছিল কিনা, সেটা সঠিকভাবে জানা যায় না। কিন্তু কানাঘুষো শোনা যায় তাঁরা ডেট করতেন। কিন্তু ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এরপর থেকে একে অপরের সঙ্গে কথাও বলতেন না তাঁরা। কিন্তু IIFA দু’জনকে আবার মিলিয়েছে। সম্প্রতি IIFA অনুষ্ঠানে দেখা হয় তাঁদের। কিন্তু প্রথম থেকেই দুজনের মধ্যে একটা দূরত্ব ভাব লক্ষ্য করা যাচ্ছিল। এমনকী IIFA-এর সাংবাদিক বৈঠকেও একে অপরের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলছিলেন। কিন্তু প্রিয়াঙ্কা স্টেজে অ্যাওয়ার্ড নিতে উঠলে ভেঙে যায় সমস্ত বেড়াজাল। অ্যাওয়ার্ড নেওয়ার পর স্টেজেই শহিদ ও প্রিয়াঙ্কা একে অপরকে জড়িয়ে ধরেন শহিদ। শহিদের উড়তা পাঞ্জাব মুক্তির আগেই অনলাইনে লিক হয়ে গিয়েছিল। তা নিয়ে টুইটও করেন প্রিয়াঙ্কা। লেখেন, ফ্যানরা সিনেমা হলে গিয়েই ছবি দেখবেন। এই টুইটের পাল্টা জবাবও দেন শহিদ। তবে এই ঘটনার পর তাঁদের অভিমানের বরফ গলছে বলেই অনুমান করা যেতে পারে।