বিপাশা ও করণ নিজেদের বৈবাহিক জীবন অনেক আনন্দের সাথে পার করছে। তার যেন খুশিতে সপ্তম আসমানে রয়েছেন। বিপাশা বসুর প্রথম বিয়ে হলেও করণ সিং গ্রোভারের এটি তৃতীয় বিয়ে। জেনিফার উইঙ্গেট ছিলেন করণের দ্বিতীয় স্ত্রী। করণ নিজের সংসার জীবন আবার শুরু করলেও জেনিফার তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এবার তিনি জয়া আখতারের ছবিতে ফাওয়াদের বিপরীতে কাজ করবেন বলে শোনা যাচ্ছে। টিভি সিরিয়ালে কাজ করা এই অভিনেত্রী আবারও ছোট পর্দায় ফিরবেন বলে জানা যায়। তবে তিনি বলিউডেও বিশাল প্রজেক্টের অংশ হতে চলেছে। তিনি পাকিস্তানী অভিনেতা ফাওয়াদ খান ও ভারতের রণবীর সিংয়ের বিপরীতে এই ছবিতে কাজ করবেন। তবে এখনও অফিসিয়াল কোন ঘোষণা দেয়া হয়নি। তবে খুব শিগগিরই এই ঘোষণা আসবে বলে বিভিন্ন সুত্র জানিয়েছে।