guilhgli, ফারুক মাহফুজ আনাম। উত্তরবঙ্গের নওগাঁয় জন্মগ্রহণকারী এই সংগীত তারকা এখন উপমহাদেশের 'জেমস'। জেমসের ভক্তদের বিচিত্র কাণ্ডকারখানার জুড়ি নেই। পুরো রাজধানীতে জেমসের ভালোবাসার কথা জানিয়ে বিলবোর্ড লাগিয়ে দেওয়া, কিংবা গুরুর পোশাকের মতো পোশাক পরে চলাফেরা করা। এসব আর নতুন কি? এবার এই তারকার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করলেন তার ভক্তরা। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় তারা সবাই একত্রিত হয়ে এই আয়োজন করেন। তবে দেশের বাইরে থাকায় ভক্তদের এই দারুণ আয়োজনে সঙ্গী হতে পারেননি জেমস। ভক্তদের পাশাপাশি ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সংগীত তারকা। ছিলেন ব্যান্ড তারকা হাসান, গায়ক ও সংগীত পরিচালক শফিক তুহিন, জয় শাহরিয়ার, গীতিকার কবির বকুল ও আরো অনেকে। জেমসের ভক্তরা ইফতারের সাথে সাথে এক আলোচনা সভার আয়োজনও করেন। সেখানে 'জেমস ফ্যান ক্লাব' নামের একটি সংগঠনেরও ঘোষণা দেওয়া হয়। এই সংগঠনের উদ্দেশ্য অসহায়, অটিজম, ছিন্নমূল মানুষের সহায়তা করা। একই সঙ্গে বিভিন্ন সংস্কারমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা। 'জেমস ফ্যান ক্লাব'-এর ওয়েবসাইটে থাকবে জেমসের সংগীত জীবনের নানা কার্যক্রমের খবরাখবর। ভক্তরা চাইলে সেখানে ঢুঁ মারলেই মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন গুরুর যাবতীয় আপডেট। জেমসের একান্ত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, এ ক্লাব গতানুগতিক অন্য সব সেলিব্রিটি ফ্যান ক্লাবের মতো হবে না। জেমস ফ্যান ক্লাব আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া দেশে ও দেশের বাইরে বাংলা গানের প্রচার-প্রসারে কাজ করবে।