ujmk ‘সরবজিৎ’ বক্স অফিসে সাফল্য পায়নি। বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাসমির সঙ্গে ছবির অফার পেয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু তা ফিরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি। জানা গেছে, অজয় দেবগানের সঙ্গে মিলন লুথরিয়ার পরবর্তী ছবিতে অভিনয়ের অফার পান শ্রীমতী বচ্চন। জয়পুরের মহারানি গায়ত্রী দেবীর অনুসরণে তৈরি হয়েছিল তাঁর চরিত্রটি। কিন্তু কয়েকটি সিন ছিল ইমরান হাসমির সঙ্গে। তা শুনেই বেঁকে বসেন ঐশ্বরিয়া। বলে দেন, ইমরান থাকলে ওই ছবিতে তিনি নেই কোনোমতেই। কিন্তু কেন ইমরানকে এত না পছন্দ অ্যাশের? শুনলে চোখ কপালে উঠবে আপনার। কর্ণ জোহরের টক শো-য় তাঁকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান। তারপর দু’বছর কেটে গেছে ঠিকই কিন্তু বিগ বি'র পুত্রবধূর রাগ এখনো পড়েনি। সূত্র: এবিপি আনন্দ