এখন ভারতের অ্যাথলেটিকদের জীবনী নিয়ে বায়োপিক করার রীতি শুরু হয়েছে বলিউডে। ব্যবসাও হচ্ছে বেশ ভালো-ভাবেই। তাই ঝোঁক আরও বাড়ছে, আর এই তালিকায় নতুন সংযোজন হাওয়া সিং। শাহরুখ, আমির খান, ফারহান আখতার, ইমরান হাসমি এঁরা সকলেই কোনও না কোনও অ্যাথলেটের জীবনীতে কাজ করেছেন। এবার সেই পথে হাঁটতে চলেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। ছয় ফুট লম্বা ক্যাপটেন হাওয়া সিংয়ের বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। ১৯৫৬ তে মাত্র ১৯ বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন হাওয়া সিং। এর চার বছর বাদে চ্যাম্পিয়ন মোহাব্বাত সিংকে পরাস্ত করে ওয়েস্টার্ন কম্যান্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে জয়ী হন তিনি। এরপর ১৯৬১ থেকে ১৯৭২ পর্যন্ত মোট ১১ বার চ্যাম্পিয়ন হন তিনি। ভিওনি বক্সিং ক্লাব তৈরি করেন তিনি। সেখান থেকেই চার জন বক্সারকে ২০০৮-এ অলিম্পিকে পাঠানো হয়। যার মধ্যে জিতেন্দ্র কুমার, অখিল কুমার এবং ভিজেন্দ্র সিং অন্যতম। ২০০০-এ ১৩ অগাস্ট মারা যান এই বিখ্যাত বক্সার হাওয়া সিং। মারা যাওয়ার ১৫ দিন বাদে বক্সিংয়ের জন্য দ্রোণাচার্য পুরস্কারে পুরস্কৃত করা হয় তাঁকে। তবে পুরস্কারটি গ্রহণ করেন তাঁর স্ত্রী। এই বায়েপিকের জন্য দিল্লি, বৈষ্ণবদেবী, হরিয়ানা এবং থাইল্যান্ডে শুটিং করা হবে। এমনকী ছবিতে পাকিস্তান, বাংলাদেশ এবং বাকি দেশ থেকে বিভিন্ন রিয়েল লাইফ বক্সারদেরও নিয়ে যাওয়া হবে। এই ছবিতে এমন একজন চ্যাম্পিয়নের গল্প বলা হয়েছে, যাঁকে বক্সিং রিংয়ের মধ্যে কখনওই পরাজিত করা যায়নি। কিন্তু রাজনীতির কাছে হার মানতে হয়েছে তাঁকে। এ বছরের জুলাইতে সব কিছু ঠিকঠাক করে অক্টোবর থেকে শুটিংয়ের কাজ শুরু করা হবে বলে জানা গেছে।