hjgm সালমান খান আর বিতর্ক যেন সব সময় হাত ধরাধরি করে চলে। ধর্ষণ নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যে প্রায় গোটা দেশ উত্তাল। এই বিতর্কের জেরে সামনে চলে এসেছে প্রায় ১০ বছর আগের একটি ঘটনা, যেখানে সালমান যা করেছেন তা শুনলে আপনি চমকে যাবেন! সম্প্রতি 'দ্য হিন্দু' পত্রিকার সম্পাদক সচিন কালবাগ একটি টুইট করেছেন, যেখানে তিনি একটি পুরনো ঘটনার উল্লেখ করেছেন। কী সেই ঘটনা? প্রায় বছর দশেক আগে জাতীয় পুরস্কার-প্রাপ্ত এক নারী ফিল্ম সাংবাদিক নায়কের বেশ কিছু ফিল্মের সমালোচনা করেছিলেন, যা পড়ে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন সালমান। এর পর যখন সেই সাংবাদিক সালমানের ইন্টারভিউ নিতে যান, তাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে অপেক্ষা করানো হয় প্রায় এক ঘণ্টা। এর পর সালমান এসে যা করেছিলেন তাতে রীতিমতো চমকে যান ওই সাংবাদিক। তাকে সেটের একটি জীর্ণ খাটিয়ার ওপর বসতে বলে সালমান তার সামনেই একটি গাছের গুঁড়িতে প্রস্রাব করেন। অভিনেতার এমন অশালীন ব্যবহারে অত্যন্ত অপমানিত হয়ে সেই নারী সাংবাদিক ইন্টারভিউ না নিয়েই চলে আসেন। এই পুরো ঘটনাটি 'দ্য হিন্দু' পত্রিকার সম্পাদক পেয়েছেন সাংবাদিক এবং চলচ্চিত্র সমালোচক ময়াঙ্ক শেখরের একটি বই 'নেম প্লেস অ্যানিমাল থিংগ' থেকে। এই ঘটনা সোশাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। সালমান যে বলিউডের 'ব্যাড বয়' তা তিনি বার বার নানা ঘটনায় প্রমাণ দিয়েছেন। কিন্তু তাই বলে একজন নারীর সামনে প্রস্রাব! এই ঘটনা সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলছেন, শুধু টি-শার্টে 'বিইং হিউম্যান' লিখলেই কি সব হয়ে যায়? 'হিউম্যান বিইং'-এর মতো আচরণ করাটা বা শেখাটাও তো জরুরি!