ko;bjil ঈদে বাজারে আসছে তানজীব সারোয়ারের হৃদমোহিনী। অ্যালবামে গানগুলোর সুর ও কথা লিখেছেন তানজীব নিজেই। এতে গান থাকছে ৬টি। বিশেষ একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কনা। তানজীব সারোয়ারের প্রথম অ্যালবাম অন্দর মহল বাজারে আসে ২০১১ সালে। আলোচিত গান ছিল মেঘমিলন, কন্যা নয়গছর। দ্বিতীয় অ্যালবাম মেঘবরণ আসে ২০১৪ সালে। আর এবার ঈদে আসছে তৃতীয় একক হৃদমোহিনী (২০১৬)। দিল আমার ও মেঘমিলন দুটি গানের ভিউ পরিমাণ প্রায় এক কোটির কাছাকাছি। হৃদমোহিনী সম্পর্কে সিডি চয়েস এর কর্ণধার জহিরুল ইসলামে সোহেল বলেন, তানজীব সারোয়ার সব সময় শ্রোতাদের ব্যতিক্রম গান উপহার দেন। এবারও দর্শকরা শ্রূতিমধুর কিছু ভালো গান পাবে হৃদমোহিনী অ্যালবামে। অ্যালবামটি নিয়ে আমি খুবই আশাবাদী, এই অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে আশা রাখি। এই অ্যালবামের সংগীত আয়োজন করেছেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার ও তানজীব সারোয়ার।