
'রোজা রাইখা দুপুর ৩টার সময় হাসি মারলেও মনে হয় কানতাছি' নিজের ফেসবুক টাইমলাইনে এমন একটা ছবি পোস্ট করে এই ক্যাপশন দিয়েছেন সঙ্গীতশিল্পী মাহমুদ জুয়েল। নর্দার্ন স্টার ব্যান্ডের মাধ্যমে যাত্রা শুরু হলেও গায়কীর পাশাপাশি ডলি সায়ন্তনীর বিষম পিরিতি-পিরিতি, আজম খানের থাকবো না যেদিনসহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার দিয়েছেন এই তারকা। প্রফেশনাল কাজের বাইরে জুয়েল বাংলাদেশ ক্রিকেট দলের একজন কঠিন সমর্থক। যেকোনো খেলায় তাঁকে মাঠে পাওয়া যাবে। এছাড়াও ধর্মীয় বিষয়ে বেশ মনোযোগী তিনি। জুয়েল-এর সুর করা প্রথম হিট গান ছিল ডলি সায়ন্তনীর বিষম পিরিতি পিরিতি। ডলি, বেবী রিজিয়া, মিতু, রুক্সী ও ঝুমু খানের একটি মিক্সড অ্যালবাম শিহরণ সেই সময় ভালো সাড়া জাগিয়েছিল। আজম খানের থাকবো না যেদিন অ্যালবামের টাইটেল সং তাঁর করা। আর ডলি সায়ন্তনী ও বেবী নাজনীনের সর্বপ্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র ডুয়েট অ্যালবাম সোহাগীর সুরকারও জুয়েল। ১৯৯১ সালে আমাদের ব্যান্ড নর্দার্ন স্টারের প্রথম অ্যালবাম কেউই যায় বের হয় ডন মিউজিক থেকে। পরে সঙ্গীতা থেকে বের হয় দুঃসময় এবং সাউন্ডটেক থেকে ফটো সুন্দরী বের হয়। এ পর্যন্ত ৬০০ এর অধিকা গানের সুর করেছেন জুয়েল। এখন পর্যন্ত অব্যাত রয়েছে জুয়েলের সুরের কাজ। সম্প্রতি নিজের একক অ্যালবাম 'তুই কাছে নাই' এর কাজ শেষ করলেন। এছাড়াও পাঁপড়ির ৩টি ও মেঘলার একটি গানের কাজ শেষ করলেন। -