
প্রতিদিন ধুলাবালি ও ঘাম জমার ফলে ত্বক হারিয়ে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য। মরা চামড়া, রোদে পোড়া দাগ ইত্যাদি দূর করে ত্বক উজ্জ্বল রাখতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক স্ক্রাব। দিনশেষে বাড়ি ফিরে ব্যবহার করুন এগুলো। জেনে নিন চারটি ঘরোয়া স্ক্রাব সম্পর্কে-
স্ট্রবেরি স্ক্রাব –
স্ট্রবেরি হাত দিয়ে চটকে ত্বকে লাগান। ৬ মিনিট ত্বক ম্যাসাজ করে ঠাণ্ডা দুধ দিয়ে ধুয়ে ফেলুন।
শসার স্ক্রাব –
শসা খোসা ছাড়িয়ে পেস্ট করুন। পেস্টটি ত্বকে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
দুধের স্ক্রাব –
ঘাম ও ময়লা জমে অনেক সময় লোমকূপ বন্ধ হয়ে যায়। এতে ব্ল্যাকহেডস ও ব্রণের পরিমাণ বেড়ে যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠাণ্ডা দুধ ম্যাসাজ করুন ত্বকে। লোমকূপে ময়লা জমতে দেবে না এটি। পাশাপাশি নিয়মিত ব্যবহারে ত্বক হবে সুন্দর ও কোমল।
কলার স্ক্রাব –
পাকা কলা চটকে ত্বকে লাগান। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। এটি ত্বকের মরা চামড়া দূর করে ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।