yumk নিজের গানের সাথে এবার পারফর্ম করবেন 'বিশ্বরঙ' এর কর্ণধার বিপ্লব সাহা। আর সাথে থাকবেন সংগীতশিল্পী কনা। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ‘ধন্যবাদ’ অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে এই দুজনকে। নিজের গানের সাথে আবার নাচ। বিপ্লব সাহার প্রতিভার বিচ্ছুরণ ঘটছে। বিপ্লব সাহা বলেন, গাইতে যে পারি না তা নয়। এতদিন ব্যস্ত ছিলাম নিজের প্রতিষ্ঠান নিয়ে। এখন একটু মনোযোগ দিচ্ছি সাংস্কৃতিক অঙ্গনেও। নিয়মিত দেখা যাবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দর্শকদের নিকট আমার গ্রহণযোগ্যতাই এই প্রশ্নের উত্তর দেবে। গানটির শিরোনাম 'আনচান আনচান করে'। গানটির সুর ও সংগীত করেছেন রাজন সাহা। সম্প্রতি অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ''অনেকটা শখের বশেই গানটি করেছি। আশা করছি, ঈদে দর্শকরা নতুন কিছু দেখতে পাবে।'' লবী রহমানের প্রযোজনা ও পরিচালনায় ‘ধন্যবাদ' অনুষ্ঠানটি ঈদের পরদিন এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইমতু।