
'রাগিণী এমএমএস টু'-তে 'বেবিডল' গানে দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন সানি লিওন। কিন্তু বলিউডের সংগীত জগতে বেবিডল বলে যিনি পরিচিত, তার নাম কণিকা কাপুর। নানা ভাঙাগড়ার খেলা চলেছে কণিকার জীবনজুড়ে। আজ তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ীদের একজন।
পুরো নাম কণিকা কাপুর, পাঞ্জাবি ক্ষত্রি পরিবারের মেয়ে, বাড়ি লখনউতে। ভারতীয় ধ্রুপদী সংগীতের তালিম নিয়েছেন পণ্ডিত গণেশ প্রসাদ মিশ্র থেকে। ১৫ বছর বয়স থেকেই গান গেয়েছেন অল ইন্ডিয়া রেডিও-তে। এরপর মাত্র ১৮ বছর বয়সেই বিয়ে হয়ে যায় এনআরআই ব্যবসায়ী রাজ ছন্দক-এর সঙ্গে। তার স্বপ্ন পড়ে হুমকির মুখে।
এরপর ২০১২ সালে তিন সন্তানের মা কণিকা বিবাহবিচ্ছেদ করেন। তার পর থেকেই অবশ্য শুরু হয়ে তার মিউজিক ক্যারিয়ার। ২০১৪ সালে 'রাগিণী এমএমএস টু'-এর 'বেবিডল' গানটি দিয়ে প্লে-ব্যাক কেরিয়ার শুরু। ২০১৫ সালে, লন্ডনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময়ে, তিনি গেয়েছিলেন ওয়েলকাম সং 'হ্যালো নমস্তে'। প্রথম মিউজিক ভিডিও 'জুগনি জি' ২০১২ সালে। প্রথম হিট গানেই পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।