
এবার বিমানবন্দরে অশালীন ব্যবহার, চেঁচামেচি, অশান্তি করে বিতর্কে বলিউড সুপারস্টার সালমান খান। ঔদ্ধত্য যে একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, তারই উৎকৃষ্ট উদাহরণ এই ব্যক্তি। নিজের দোষে বিমান মিস করে বিমানবন্দর কর্মীদের উপর চোটপাট করলেন সল্লু।
সোমবার দুপুরে সালমান খান মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন। মুম্বাই বিমানবন্দরে ঠিক সময়েই পৌঁছে গিয়েছিলেন অভিনেতা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিশ্রাম নিচ্ছিলেন। ভিআইপি লাউঞ্জেই ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে। বিমানবন্দরে বারবার ঘোষণা করা হচ্ছে সালমান খানের নাম। সুপারস্টার তো তখন ঘুমিয়ে কাদা। অনেকবার ঘোষণা করেও যখন সালমান খানকে পাওয়া যায়নি, বিমান ছেড়ে দেয়।
ঘুম থেকে উঠে সালমান খান শোনেন, তিনি বিমান মিস করেছেন। ব্যস, শুরু হয় তাঁর 'অসভ্যতা'। বিমানবন্দরের টিকিট কাউন্টারে গিয়ে চেঁচাতে শুরু করেন। বন্দরের কর্মীদের অশালীন মন্তব্যও করতে থাকেন। শেষ পর্য়ন্ত বিমান সংস্থা সালমান খানের জন্য পুনরায় টিকিট বুক করে দেয়। পরবর্তী বিমানে রওনা হন সুপারস্টার।
সূত্র: এই সময়