jpio[;o রুশ ফুটবল সন্ত্রাসীর এবারের ইউরোয় ইংলিশ হুলিগানদের হার মানিয়েছে আগেই। বেদম মার দিয়েছে ইংল্যান্ডের সমর্থকদের। এরপর অনেককে ফ্রেঞ্চ কর্তৃপক্ষ তাদের দেশ থেকেই বের করে দিয়েছে। কাউকে গ্রেপ্তার করার পর জেলে ভরা হয়েছে। অনেকে ফিরে গেছে। তো এরকম একটি দল ফ্রান্স থেকে জার্মানিতে পাড়িয়ে জমিয়ে অনাসৃষ্টি ঘটিয়ে গ্রেপ্তার হয়েছে। জার্মান পুলিশ ৬ জন রুশ ফুটবল সন্ত্রাসীকে আটক করেছে। খেলাটা হচ্ছে ফ্রান্সে্ কিন্তু জার্মানিতে গিয়ে এবার স্প্যানিশ পর্যটকদের সাথে হাঙ্গামা করেছে আলোচিত রুশ সমর্থকরা। পুলিশ জানাচ্ছে, এক স্প্যানিয়ার্ডকে মেরে আহতও করেছে ওরা। বৃহস্পতিবারের ঘটনা এটি। হাঙ্গামার জায়গা থেকেই ৫জনকে গ্রেপ্তার করা হয়। পালিয়ে যাওয়া আরেকজনকে গ্রেপ্তার করা হয পরে। কোলনে এই ঘটনা। তার আগে মার্সেইতে কি ঘটনাই না ঘটলো! ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের পর ফুটবল সন্ত্রাসীদের ঘটানো ভয়াবহ ঘটনার নজির এটি। সেখানে ইংলিশ ও রুশ ফ্যানদের মধ্যে দুই দলের ম্যাচের আগে ও পরে সংঘর্ষ হয়। খুব বাজে সংঘর্ষ ছিল ওটি। জার্মান পুলিশ জানিয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে ইংল্যান্ড ও স্লোভাকিয়ার বিপক্ষে রাশিয়ার ম্যাচের টিকিট পাওয়া গেছে। এছাড়া সমর্থকদের কাছে যেমন জিনিস পত্র থাকে তাও মিলেছে। -