
বলিউডের জোর কানাঘুষা। আনুশকা নাকি বেশ হিংসুটে স্বভাবের অভিনেত্রী! তিন খানের বিপরীতে অভিনয় করে নাকি অহংকারে আনুশকার পার মাটিতে পড়ে না। পাশাপাশি, তার ভেঙে যাওয়া সম্পর্কও জোড়া লেগে গিয়েছে ইতিমধ্যে৷ সব মিলিয়ে তার জীবনে এখন বসন্ত। তবে তার এই হিংসুটে পদবীর কারণ কি? বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ‘সুলতান’ ছবির শুটিংয়ের সময় নাকি এক ব্যাকগ্রাউন্ড ডান্সারের রূপ এবং নাচের দক্ষতা দেখে একপ্রকার ঘাবড়েই গিয়েছিলেন অনুষ্কা৷ সেই শিল্পী অনুষ্কার পাশেই নাচছিলেন৷ কিন্তু দেমাকি নায়িকা নাকি ওই শিল্পীর নাচ দেখে প্রশংসা করেননি! উল্টে পরিচালককে গিয়ে বলেছেন, তিনি যদি ওই শিল্পীর পাশে নাচেন তবে স্ক্রিনে তাঁর বদলে ওই ব্যাকগ্রাউন্ড ডান্সারের নাচই দেখা যাবে৷ আর এরপরই ওই শিল্পীকে অনেক পিছনে সরিয়ে দেওয়া হয়৷ এহেন কাণ্ডের পর বলিউডে তার ‘পদবী’ আরও যুক্তিযুক্ত হয়েছে বলেই ধারণা করছেন সবাই।