hjigyl হোম অনলাইনবিনোদন আমির খান কেন অ্যাওয়ার্ড শো-তে যান না? আমির খান কেন অ্যাওয়ার্ড শো-তে যান না? কালের কণ্ঠ অনলাইন ১৭ জুন, ২০১৬ ১৭:২৩ 250 শেয়ার মন্তব্য()প্রিন্ট আমির খান কেন অ্যাওয়ার্ড শো-তে যান না? অ- অ অ+ বলিউডের তিন খানের দুজন বিভিন্ন অ্যাওয়ার্ড শো তে উপস্থিত থাকলেও মি. পারফেকশনিস্ট আমির খান ভুলেও ওদিকে পা বাড়ান না। এর মধ্যে দুই খান নিজেদের সেরা এন্টারটেইনারের পর্যায় নিয়ে গিয়েছেন বহু আগেই, বাকি এক বাকিদের থেকে একটু 'সিরিয়াস'। মি. পারফেকশনিস্ট সিনেমায় আছেন অথচ অ্যাওয়ার্ড শো-তে নেই! কেন আমির খান অ্যাওয়ার্ড শো-তে যান না? বলিউডে কান পাতলে শোনা যায়, আমিরের এহেন আচরণের কারণ আসলে শাহরুখ। ডিডিএলজে-সিনেমার পর সেই বছর শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জেতেন বলিউড কিং, আর তাতেই রাগ হয় আমিরের। কিন্তু কেন? নিন্দুকেরা মনে করেন, আমির নাকি মনে করেছিলেন 'রঙ্গিলা' সিনেমায় অভিনয়ের জন্য তাঁকেই দেওয়া হবে সেরা অভিনেতার পুরস্কার।