hguioutl ওপার বাংলার জিত এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বাদাশা-দ্য ডন’ এর ট্রেইলারে মাত্র ২ সেকেন্ডের জন্য দেখা গেছে নুসরাত ফারিয়াকে! আসন্ন ঈদ-উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে প্রথমবারের মতো টালিগঞ্জের জনপ্রিয় নায়ক জিত গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে এরই মধ্যে দুই বাংলায় পরিচিতি পেয়েছেন ফারিয়া। নতুন সিনেমায় জিতের বিপরীতে তার উপস্থিতি কেমন হবে, তা জানার জন্য এখন মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু পুরো ট্রেইলারেরে জিতের উপস্থিতিই তুলে ধরা হয়েছে রাজসিকভাবে। ৫০ সেকেন্ডের ট্রেইলারে নুসরাত ফারিয়ার উপস্থিতি মাত্র ২ সেকেন্ডের জন্য! বাকী সময়ের পুরোটাই ছিল জিতের ‘নায়কগিরি’তে ভরপুর। ১৪ জুন প্রকাশ পাওয়া ইউটিউবে 'বাদশা'র ট্রেইলারের দেখেছেন প্রায় ৫৫ হাজার ইউটিউব ব্যবহারকারী। ট্রেইলারেরটি ‘লাইক’ করেছেন ৫৫৯ জন, আর অপছন্দের তালিকায় রেখেছেন ৭২ জন। মন্তব্যের ঘরেও দেখা গেছে আলোচনা-সমালোচনা। কেউ বাংলাদেশি সিনেমায় জিতের অভিনয় করা নিয়ে প্রকাশ করেছেন উচ্ছ্বাস, আবার অনেকেই ক্ষুব্ধ ট্রেইলারেরে নুসরাত ফারিয়াকে এড়িয়ে যাওয়া নিয়ে। এমনকি 'বাদশা-দ্য ডন'এর পোস্টারেও ছিলেন জিত একাই। শুধু নুসরাত ফারিয়াই নন, চোখে পড়েনি কোনো গুরুত্বপূর্ণ বাংলাদেশি চরিত্রও। এনিয়ে বিস্তর সমালোচনা চলেছে মন্তব্যের ঘরে। একজন লিখেছেন, "কি লজ্জা ,পুরা ট্রেইলারে মাত্র এক সেকেন্ড আছে নায়িকা।"