
কোয়ান্টিকো, বেওয়াচের পর এবার 'হটেস্ট উওম্যান ইন দ্যা ওয়ার্ল্ড' নির্বাচিত হলে বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়া। এত ‘হট’ প্রিয়াঙ্কাকে আগে কখনই দেখা যায়নি। দিনে দিনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী। 'ম্যাক্সিম ইন্ডিয়া'-র জুন/জুলাই এডিশনের কভার গার্ল হয়েছেন প্রিয়াঙ্কা। ভোটাভুটিতে তিনিই হয়েছেন বিশ্বের সবচেয়ে 'হটেস্ট উওম্যান'।কালো সি থ্রু ড্রেসে প্রিয়াঙ্কার দিক যেন চোখ ফেরানো যাচ্ছে না! কভারে 'দেশি গার্ল'-এর বডি ল্যাঙ্গোয়েজও দেখার মত। দেখুন সেই কভার ছবি: -