
তরুণ প্রজন্মের শিল্পী নাজু আখন্দ। রাজধানীর সাভারে বেড়ে ওঠা এই শিল্পীর ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য তৈরি হয়। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চারটি গোল্ড মেডেল পান তিনি। স্কুলে থাকতেই কাজ করেন প্রথম অ্যালবাম “কাঁচা হলুদের রং”এ। ২০০২ সালে এ অ্যালবাম প্রকাশের পর আরও দুটি একক নিয়ে হাজির হন তিনি। এগুলো হচ্ছে স্বপ্নকন্যা( ২০০৯) এবং ২০১৩ সালে ‘একটু জায়গা দে’। দ্বিতীয় অ্যালবামের ‘ হাত বাড়ালে যায় না ছোঁয়া’ শিরোনামের গানটির জন্য ২০১০ সালে বেস্ট গায়িকা ক্যাটাগরি (পপুলার চয়েজ)-এ সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ড পান। এবার এই শিল্পী ভিন্ন আঙ্গিকের একটি ভিডিও গান নিয়ে ঈদ উপলক্ষে হাজির হচ্ছেন। ‘দিল্লী টু ঢাকা’ গান নিয়ে হাজির হচ্ছেন নাজু। গানটি লিখেছেন শাহান কাবন্ধ। মীর মাসুমের সুরে গানটির কম্পোজিশন করেছেন ডিজে রাহাত। নতুন গানটি নিয়ে নাজু বলেন, আমার জন্য ভিন্ন রকম একটি গান। পপ গান বলতে যা বুঝায়। হাই বিটের গান। স্টেজে গাওয়ার মতো গান। ভিডিও পরিচালনা করেছেন সিনে আর্টের শুভব্রত সরকার। আমার তিনটি এককের পর এ কাজটি আসছে। আমার মনে হয় সকলে এটি বেশ পছন্দ করবেন। উল্লেখ্য, নাজু ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ বেতারে শিশু শিল্পী হিসেবে গান করেন নাজু আখন্দ। ডিজে রাহাত বলেন, নাজুর গানের গলা ভালো। আর কাজটা অনেক যত্ন নিয়ে করা হয়েছে। আশা করি, গানটি সকলে বেশ পছন্দ করবেন। -