uj আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায়না গেয়ে তোমার গুণগান। পবিত্র মাহে রমজানে আব্দুল আলিমের গাওয়া এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেলাল খান। সিরাজুল ইসলামের লেখা ও সুর করা এই গানের নতুন করে সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। গতকাল রবিবার গানের মিউজক ভিডিও প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। বিশ্বজিৎ দত্ত ডিওপি হিসেবে কাজ করেছেন। বেলাল খান বলেন, আমার এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল কাজ। পরম করুণাময় আল্লাহর প্রতি নিবেদন করে নিজের মতো করে গেয়েছি এটা। শ্রোতা দর্শকদের ভাল লাগলে স্বার্থক মনে হবে। গানটি প্রকাশিত হয়েছে এম রেকর্ডস এর ব্যানারে। সিরাজুল ইসলাম আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু ছাড়াও গীতিকার সিরাজুল ইসলাম আরও লিখেছেন, নবী মোর পরশমনী নবী মোর সোনার খনি, হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িলো কেসহ বেশকিছু বিখ্যাত গান। আর ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সুরকার হিসেবে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছেন এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বেলাল খান।