
নাট্য নির্মাতা তপু খান রবিবার দুপুরে মডেল অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তাকে বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। এবার পরিচালকদের অভিযোগের বিপরীতে কথা বললেন অভিনেতা সাঈদ বাবু। আনিকা কবির শখকে নিয়ে অনেক কথাই শুনলাম। এখন কথা হলো এক মাস আগে আমার শিডিউল নিয়ে শুটিং শুরু হবে বলে বিরাট বড় মাপের নির্মাতা নুরুল আলম আতিক কোনো কারণ ছাড়াই আমাকে বাদ দেন। ১১ জুন আমাকে ফোনে গাড়ির সময় জানালো। আর ১২ জুন রাত ৯টায় জানালো আমার কাজ পরে হবে। কিন্তু ১৩, ১৪, ১৫ জুন আমার জায়গায় শেষ মুহূর্তে আহমেদ রুবেলকে নিয়ে কাজ করেছেন তিনি। আর এই কাজের জন্য আমাকে কতবার যে উত্তরাতে তার বাসায় ডেকেছেন সেটার হিসাব নেই। প্লিজ পরিচালক ভাইরা, এখানে আপনারা কিছু বলবেন? আর আমার সহশিল্পীদেরও কিছু বলার আছে? আসলে আমরা শিল্পীরাই অসহায়। আমরা চাইলেই সংবাদ সম্মেলন করে তুলকালাম কাণ্ড করতে পারি না। বাবুর স্ট্যাটাসে অভিনেত্রী ভাবনা লিখেছেন, আমি তোমার সাথে। একই পরিচালক (নুরুল আলম আতিক) আমার সাথে তোমার চেয়ে বেশি খারাপ কিছু করেছে। আমাদের শিল্পীদের এক হওয়া উচিত। কিন্তু সবাই তো হবে না। একজন অপমান করলে অন্য শিল্পী আরো খুশি হবে যে কাজটা সে পেল। আমাদেরও অনেক কথা আছে অনেক পরিচালকদের প্রতি। যদি শিল্পী নিয়ে কথা হয়, তাহলে পরিচালক, প্রযোজকদের নিয়েও কথা হওয়া উচিত।