
অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে তাকে বয়কটের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নাট্যনির্মাতা তপু খান। আজ রবিবার দুপুর আড়াইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিরর সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নাট্য নির্মাতা সেতু আরিফ, সাজ্জাদ সুমনসহ বেশ কয়েকজন।
তপু খান অভিযোগ করেন, শখের দায়িত্বহীন আচরণে তিনি হতাশ। শিডিউল দিয়েও তিনি শুটিংয়ের সেটে আসেননি। তাই আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন পরিচালক। সংবাদ সম্মেলনে নির্মাতা তপু খান বলেন, আমি প্রায় এক মাস আগে অভিনেত্রী শখের তারিখ নিয়েছি এবং শুটিংয়ের ১০ দিন আগেই তাকে স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছি। কিন্তু শুটিংয়ের আগেরদিন রাত পৌনে ১১টায় নানা অজুহাতে আমাকে শুটিং প্যাক-আপ করতে বাধ্য করেন শখ। এটি কোনোভাবেই একজন পেশাদার শিল্পীর আচরণ হতে পারে না। তিনি আমাকে ফাঁসিয়ে একজন সিজনাল পরিচালকের কাজ করেছেন।
নির্মাতা ক্ষোভ ঝেড়ে আরো বলেন, আমরা দেশের নামি দামি তারকাদের নিয়ে কাজ করেছি। দেখেছি তারা কাজের প্রতি কতোটা সিরিয়াস ও মনোযোগী। কিন্তু আজকালের তারকাদের অধিকাংশই দায়িত্বহীন আচরণে দুষ্ট। শখের এই অন্যায় আচরণে আমি ও নির্মাণ প্রতিষ্ঠান এস টু এস প্রোডাকশন লিমিটেড, প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল এন্টারটেইনমেন্ট এবং মোশন রক এখন এই নাটক নির্মাণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছি। এছাড়া নির্ধারিত সময়ে শুটিং করতে না পারায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি। এই দায় কে নেবে?’
এদিকে নির্মাতা তপু খান বলেন, শখের এমন আচরণে আমার অনেক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সম্পর্ক আর বিশ্বাসের। তার মতো একজন তারকা এমন কথার বরখেলাপি করলে নতুনরা কী করবে? যে নাটকটির শিডিউল ফাঁসিয়েছেন শখ সেটির নাম ছিল ‘কট বিহাইন্ড’। নাটকে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় চিত্র অভিনেতা রিয়াজ।