myut6emn তাদের গ্রুপে ছিল কোস্টারিকা ও প্যারাগুয়ে। কিন্তু এই দুই দলকে পেছনে ফেলে নিজেদের দেশের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। কোচ ইউর্গেন ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। আজ বাংলাদেশের শনিবার সকালে শেষ ম্যাচে কলম্বিয়া ৩-২ গোলে কোস্টারিকার কাছে হেরেছে। এই হারের পরও গ্রুপ 'এ'তে যুক্তরাষ্ট্রের সমান ৬ পয়েন্ট কলম্বিয়ার। যদিও গোল ব্যবধানে যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ রানার্স আপ কলম্বিয়া। প্রথম দুই ম্যাচ জিতে শেষ আট আগেই নিশ্চিত করেছিল কলম্বিয়া। গ্রুপের শেষ ম্যাচে কোচ হোসে প্যাকারম্যান তাই দলটাই বদলে ফেললেন! ১০ পরিবর্তনের মূল্য দিতে হলো হেরে। তারকা হামেস রদ্রিগেজ ও হুয়ান কুয়াদরাদোকেও একাদশে রাখেননি কোচ। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতো কলম্বিয়া। কিন্তু গ্রুপ রানার্স আপ হওয়ায় কোয়ার্টার ফাইনালে তাদের ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনার সামনে পড়তে হয়েছে। ফিলাডেলফিয়ায় যুক্তরাষ্ট্রের নায়ক এদিন ক্লিন্ট ডেম্পসে। লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে খেলার ২৭ মিনিটের সময় গোল করেছিলেন তিনি। আর সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে নক আউট পর্বে নিয়ে গেল মার্কিনিদের। প্রথমার্ধে এগিয়ে থাকলেও লাতিন প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ঘাম ছুটে গেছে স্বাগতিকদের। ডিআন্ড্রে ইয়েডলিন লাল কার্ড পাওয়ায় শেষের প্রায় ৪০ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। রক্ষণাত্মক হয়ে যাওয়া দলটি শেষ পর্যন্ত লড়ে জিতেই মাঠ ছাড়ে। জার্মানির সাবেক সফল খেলোয়াড় ও কোচ ক্লিন্সমান যুক্তরাষ্ট্রের কোচ। দলের শেষের লড়াই মুগ্ধ করেছে তাকে, "অসাধারণ পারফরম্যান্স। যেভাবে তারা নিজেদের ধরে রেখেছে, শৃঙ্খলা বজায় রেখেছে এবং একে অন্যের সাথে মিলে লড়েছে তা দুর্দান্ত ছিল। সবার অনেক অনেক প্রশংসা প্রাপ্য।" ২০০১ সালের পর এই প্রথম এত বাজে কোপা কাটলো প্যারাগুয়ের। ওই বছরের পর এই প্রথম তারা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেল।