jrfctj কঙ্গনা রানাওয়াতও পড়েছিলেন পহলাজ নিহালনির হাতে। ‘‌কুইন’‌ করার সময়েও নাকি ভুগেছিলেন দেদার। সাংবাদিকদের জানালেন, কুইনে একটি দৃশ্য ছিল যেখানে কঙ্গনার ঘরে হঠাৎই ঢুকে পড়ে এক যুবক। খাটে সেই সময়ে ছড়িয়ে রাখা ছিল অন্তর্বাস। ছেলেটি দেখে ঘাবড়ে যায়। পরিচালক বিকাশ বহেল বলেছিলেন, এটি ছবির একটি দরকারি অংশ। বেঁকে বসে সেন্সর বোর্ড, বলা হয় অন্তর্বাসটি ঝাপসা করে দিতে হবে। বিকাশ বাদ দিতে রাজী হননি। কঙ্গনার মতে, নারীদের অন্তর্বাস দেখানোটা খারাপ নাকি? সব কিছুতে ঝামেলা পাকানো মোটেই শিল্পের স্বাধীনতার পক্ষে স্বস্তির নয় বলেই মত কঙ্গনার। সূত্র: আজকাল