
এই প্রথমবারের মত বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই কলকাতায় মুক্তি পেল যৌথ প্রযোজনার ছবি ‘নিয়তি’। ১০ শুক্রবার জুন ভারতের ৮৩ টি সিনেমাহলে একযোগে মুক্তি পেয়েছে শুভ-জলি অভিনীত সিনেমাটি। অবাক করা বিষয় হলো সিনেমার নায়ক-নায়িকা-কলাকুশলীরা বাংলাদেশে অবস্থান করলেও প্রথমদিনেই বেশ সাড়া ফেলেছে ‘নিয়তি’। চলচ্চিত্রটির বাংলাদেশী অংশীদার জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেছেন, প্রথমদিনেই ‘নিয়তি’ ভারতীয় দর্শকের কাছে প্রত্যাশানুযায়ী সাড়া ফেলেছে। প্রত্যাশা থাকলেও এক ধরনের শঙ্কাও ছিল। শুটিং, ডাবিং, এডিটিংসহ বাংলাদেশের পাত্র-পাত্রী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি ওপার বাংলায় কতোটা গ্রহণযোগ্যতা পাবে- এরকম এক কৌতুহল আমাদের মনেও ছিল। পাশাপাশি একধরনের সঙ্কোচবোধ ছিল। তবে সব কৌতুহল এবং সংশয়কে ভুল প্রমাণ করে শুভযাত্রাই হলো নিয়তি‘র। গল্প,গান এবং লোকেশনের পাশাপাশি আরিফিন শুভ এবং জলির অভিনয়েরও প্রশংসা করেছেন দর্শক। উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং জলি। চলচ্চিত্রটি দর্শকের সঙ্গে উপভোগ করতে বর্তমানে ভারতে অবস্থান করছেন শুভ। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চলচ্চিত্রটির ব্যবসায়িক অংশীদারিত্ব করছে ভারতে এস কে মুভিজ। প্রযোজনা সংস্থা থেকে জানা যায়, ঈদের পরে বাংলাদেশেও মুক্তি পাবে ‘নিয়তি’।