
চুলের যত্নের পাশাপাশি ত্বকের যত্নেও নারকেল তেলের অবদান অনেক। শুষ্ক প্রাণহীন ত্বককে নরম, কোমল, প্রাণবন্ত করতে নারকেল তেলের জুড়ি নেই। কিন্তু ত্বকে কিভাবে নারকেল তেল ব্যবহার করা হবে সেটি অনেকেই জানেন না।
যার কারণে অনেকেই নারকেল তেল ব্যবহার করার ফলে সঠিক ফল পান না। আসুন জেনে নিই কিভাবে নারকেল তেল ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজ করে থাকে।
যা যা লাগবে –
– নারকেল তেল
– একটি নরম টাওয়েল
যেভাবে ব্যবহার করবেন –
১। প্রথমে ১ টেবিল চামচ নারকেল তেল হালকা গরম করে নিন।
২। গরম হয়ে এলে এটি আপনার হাতের তালুতে নিন।
৩। এবার তেল দুই হাতে নিয়ে ঘষুন।
৪। এখন দুই হাত দিয়ে মুখে চক্রাকারে নারকেল তেল coconut oil ম্যাসাজ করুন। এমনভাবে ম্যাসাজ করুন যেন ত্বকে ভালভাবে নারকেল তেল মিশে যায়।
৫। একটি টাওয়েল গরম পানিতে ডুবিয়ে নিন।
৬। টাওয়েল থেকে ভাল করে চিপে পানি বের করে নিন।
৭। টাওয়েলটি দিয়ে মুখ ঢেকে রাখুন ৩০ সেকেন্ড।
৮। তারপর টাওয়েলটি দিয়ে মুখ হালকা করে মুছে ফেলুন।
ব্যস হয়ে গেল নারকেল তেল coconut oil দিয়ে ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং করা। আপনি চাইলে নারকেল তেলের সাথে ল্যাভেন্ডার অয়েল, ট্রি টি অয়েল বা রোজ অয়েল মিশিয়ে নিতে পারেন।
বিঃ দ্রঃ নারকেল তেলের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যার কারনে এটি সবাই ব্যবহার করতে পারবেন। তবে নারকেল তেল coconut oil কিনার আগে সতর্ক থাকবেন যেন নকল নারকেল তেল কেনা না হয়ে যায়।
তথ্যসুত্রঃ প্রিয় লাইফ