
ক্রীড়া প্রতিবেদক : অদ্ভুতুরে কারণে গাজী গ্রুপ বনাম ভিক্টোরিয়ার ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল আগেই। রহস্যময় কারণে গতকাল হয়নি লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচটিও। তবে হয়েছে মিরপুরের ম্যাচটি, যা জিতে সুপার লিগ নিশ্চিত করার পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ফিরে পেয়েছে মোহামেডান। হারলে সুপার লিগের জন্য অনেক কঠিন অঙ্ক মেলাতে হতো মোহামেডানকে। বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় ৪২ ওভারে কমে আসা ম্যাচে শেখ জামাল ধানমণ্ডিকে ৮ উইকেটে ১৮৭ রানে বেঁধে ফেলার পর অবশ্য কঠিন অঙ্ক নিয়ে আর বসতে হয়নি মোহামেডানকে। জবাব দিতে নেমে দলীয় ৩৮ রানে দুই ওপেনারকে হারালেও প্রথমে নাঈম ইসলাম এবং এরপর ভারতীয় বিপুল শর্মাকে সঙ্গী করে ৬ উইকেটের জয় নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম। ৮২ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন মোহামেডান অধিনায়ক। নাঈম আউট হন ৫১ রান করে। আর বিপুল শর্মা যথারীতি বিস্ফোরক, ৩৪ রান করেছেন ২৫ বলে। তবে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই মোহামেডানকে বিপুল দিয়েছেন বিপুলভাবে! বাঁহাতি স্পিনে মাত্র ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাতেই সুপার লিগের লড়াই থেকে চূড়ান্তভাবে ছিটকে পড়েছে শেখ জামাল। সংক্ষিপ্ত স্কোর : শেখ জামাল : ৪২ ওভারে ১৮৭/৮ (মাহবুবুল ২৯, জাবিদ ২৮; বিপুল ৪/২৪)। মোহামেডান : ৩২.২ ওভারে ১৮৮/৪ (মুশফিক ৬৬*, নাঈম ৫১, বিপুল ৩৪; মাহমুদ উল্লাহ ৩/৫২)। ফল : মোহামেডান ৬ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : বিপুল শর্মা।