5i6e খুশকি মুক্ত সুন্দর ঝলমলে চুলের জন্য আমরা কত কিছুই না করি! ঠিকমতো চুল বেড়ে উঠছে কি না তা নিয়েও আমাদের চিন্তার শেষ নেই। চুল তারাতারি বৃদ্ধি এবং খুশকি মুক্ত ঝলমলে চুল চান? তাহলে অনুসরণ করুন এই উপায়টি। যা যা লাগবে – – একমুটো দুর্বাঘাস – দুটো লাল জবাফুল – ১কাপ নারকেল তেলে পদ্ধতি – একমুটো দুর্বাঘাস ও দুটো লাল জবা ফুল ভালো করে ধুয়ে থেঁতো করে নিন। এরপর এক কাপ নারকেল তেলে এসব দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর তেলটা ছেঁকে নিন। এই তেল সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই তেলে চুলের বৃদ্ধি দ্রুত হয় এবং খুশকি দূর হয়