6uw4 লম্বা চুল খোলাতেই সুন্দর। কিন্তু তাই বলে সবসময় কি চুল খোলা রাখা সম্ভব? তার উপর এই গরমে তো চুল খোলা রাখা ভীষণ কষ্টকর। লম্বা চুলে নানা রকম স্টাইল করা যায়। তবে সময় বেশি লাগার কারণে অনেকেই লম্বা চুলে স্টাইল Hair style করতে চান না। যদি অল্প সময়ে দারুণ কিছু হেয়ার স্টাইল করা যায় তবে কেমন হয় বলুন তো? মজার বিষয় হল এই হেয়ার স্টাইলগুলো ছোট চুলেও করা সম্ভব। অফিসে যাচ্ছেন কিংবা ক্লাসে, ঝটপট করে ফেলুন দারুন স্টাইলিস এই হেয়ার স্টাইলগুলো। যেকোন পোশাকের সাথে মানিয়ে যাবে, দেখতেও লাগবে সুন্দর। মাত্র দুই মিনিটে করে ফেলতে পারেন দারুণ সব সাজ। ছোট এই ভিডিও থেকে শিখে নিন ৫টি নতুন হেয়ার স্টাইল।