
জাজ মাল্টিমিডিয়ার নির্মিতব্য ছবি 'রক্ত' পরিচালনার দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন পরিচালক মালেক আফসারি। গত ২৭ মে সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন তিনি। এরপরে গতকাল রবিবার ঢাকা ফের কথা অভিনেত্রী পরীমনির। তবেঁ তিনি ফিরেছেন কি না তা নিশ্চিত হওয়া যায় নি। তবেঁ পরীমনির কলকাতা থেকে ফেরা বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে কি কি পরীমনি 'রক্ত' ছবি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? ভক্তদের মনে প্রশ্ন জেগেছে এমনটাই।
জানা গেছে, যৌথ প্রযোজনার এ ছবিতে দায়িত্ব পালন করবেন না মালেক আফসারি। ছবি তৈরির টাইম সিডিউল নিয়ে প্রোডাকশন হাউজের সাথে মতান্তর হওয়ায় বহুল আলোচিত এই নির্মিতব্য ছবি থেকে নিজেকে গুটিয়ে নেন। অন্যদিকে 'রক্ত' ছবিতে পরিচালক হিসাবে নতুনভাবে যুক্ত হচ্ছেন ওয়াজেদ আলী সুমন। এমন অবস্থায় কলকাতা থেকে ফিরতে হয়েছে পরিমনিকে।
এমন অবস্থায় পরীমনি ছবিটিতে কাজ করবেন কি না শঙ্কা রয়েছে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। তবে এসব শঙ্কাকে উড়িয়ে দিয়ে পরীমনি বলছেন অন্যকথা। তার ভাষ্য অনুযায়ী রক্তের শুটিং শুরু হবে আগামী ২ জুন থেকে। ইতোমধ্যে ছবিটির চক আউট সম্পন্ন হয়েছে। সামনের সপ্তাহ থেকে চলবে পুরো দমে শুটিং। এরই ফাঁকে ঢাকায় এসেছেন তিনি।
যদি পরীমনির ভাষ্য ঠিক থাকে তাহলে পরিচালক সমস্যার যে সৃষ্টি হয়েছে তা থাকবে না। দেখা যাবে তাঁকে জাজের ব্যানারের এই নতুন ছবিতে।