
রাত জাগা, অতিরিক্ত চিন্তা ও কাজের চাপসহ অনেক কারণে চোখের আশেপাশের অংশ কালচে হয়ে যেতে পারে। ডার্ক সার্কেলের কারণে সৌন্দর্যহানি তো হয়ই, পাশাপাশি অসুস্থ ভাব চলে আসে চেহারায়। এই কালচে দাগ বা ডার্ক সার্কেল dark circles দূর করতে পারেন ঘরোয়া বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে। জেনে নিন কীভাবে দূর করবেন-
শসাঃ
গরমে শরীর ঠাণ্ডা রাখে শসা। শসা স্লাইস করে ফ্রিজে রাখুন ১০ মিনিট। বাইরে থেকে ফিরে ঠাণ্ডা শসার টুকরা চোখের উপর দিয়ে রাখুন কিছুক্ষণ। ডার্ক সার্কেল চলে যাবে। পাশাপাশি কাটবে ।
আলুঃ
চোখের আশেপাশের কালো দাগ দূর করার জন্য আলু খুবই কার্যকর। আলু পাতলা স্লাইস করে কেটে চোখের উপর দিয়ে রাখুন ২০ মিনিট। প্রতিদিন নিয়মিত করলে ধীরে ধীরে কমে যাবে ডার্ক সার্কেল।
গোলাপের পাপড়িঃ
গোলাপের পাপড়ি বেটে চোখের নিচে লাগান। শুকিয়ে গেলে গোলাপজল দিয়ে ধুয়ে ফেলুন। কালো দাগ দূর হবে।
স্ট্রবেরিঃ
স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। স্ট্রবেরি টুকরা করে চোখের উপর দিয়ে রাখুন। ডার্ক সার্কেল চলে যাবে দ্রুত।
তরমুজঃ
তরমুজ চটকে ত্বকসহ চোখের আশেপাশে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ডার্ক সার্কেল দূর হওয়ার পাশাপাশি উজ্জ্বল হবে ত্বক।
⇒ ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন শেয়ার করতে √ এখানে ক্লিক করুন