
তীব্র লড়াই শেষে ২৮তম বার স্প্যানিশ কাপ জিতে নিলো বার্সেলোনা। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে সদ্য ইউরোপা লিগ জেতা সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতে লা লিগা চ্যাম্পিয়নরা। গোলশূন্য নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বার্সেলোনাকে এগিয়ে দেন জরদি আলবা। অন্যদিকে শেষ বাঁশি বাজার আগে গোল করেন নেইমার। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলে দুটো গোলেই অবদান রাখেন লিওনেল মেসি। কিন্তু দীর্ঘদিন পর কোপা দেল রে ফাইনাল ম্যাচে গোলশূন্য থাকেন তিনি।
প্রথমার্ধে ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে দ্বিতীয়ার্ধে চেপে ধরেছিল সেভিয়া। দ্বিতীয়ার্ধের শেষ দিকে তারাও ১০ জনের দলে পরিণত হওয়ার পর মেসি-নেইমারদের আর রোখা যায়নি। অতিরিক্ত সময়ে একতরফা খেলে ঘরোয়া 'ডাবল' জিতে নেয় লুইস এনরিকের দল।
সেভিয়ার বিপক্ষে ফাইনালে জয় পেয়ে প্রতিযোগিতায় টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা। শেষ বার কাতালান দলটি হেরেছিল ২০১৪ সালের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে। বার্সেলোনার এটি কোপা দেল রের ২৮তম শিরোপা। ম্যাচ শেষে অধিনায়ক ইনিয়েস্তার হাতে তুলে দেওয়া হয় ট্রফিটা। পরক্ষণেই তা দখলে চলে যায় সব সতীর্থের। মাদ্রিদে আইনি লড়াই করে নেয়া বার্সেলোনার কাতালান পতাকা তখন গর্বের সঙ্গে উড়ছে গ্যালারি জুড়ে।