নজরুলের গানে ও কবিতায় অনেক রকম ফুল এসেছে নানা মাত্রায়। কখনো নারীর অলংকার, কখনো–বা উপমা হিসেবে। আগামীকাল ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। কবি নজরুলের গান-কবিতায় থাকা ফুল নিয়ে নকশার বিশেষ আয়োজন। এই ফুলগুলো সাজসজ্জাতেও অনন্য। এ আয়োজনে নজরুলের কয়েকটি ফুল দিয়ে এই সময়ের মডেলকে সাজানো হয়েছে। নজরুল ‘বিদ্রোহী’ কবিতায় লিখেছেন: ‘আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,...’ অর্জুন,অশোক,বকুল,চামেলী,দোলনচাঁপা,গোলাপজাম,হাসনাহেনা,জুঁই,কদমকিন্তু তাঁর এই বি...