হ্যালোটুডে ডটকম: পৃথিবীতে রোজ কত রকমের ঘটনাই না ঘটছে। তারপরও বছর দুয়েকের শিশুর সিগারেট ফোঁকা আর অবিরত বিয়ারের গ্লাসে চুমুক দেওয়ার দৃশ্য নিশ্চয়ই ঠিক প্রত্যাশিত নয়! স্পেনের একটি ক্যাফের বাইরে তোলা এমনই এক ভিডিও বিশ্বে সমালোচনার ঝড় তুলেছে। সম্প্রতি ফেসবুকে আপলোড করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ক্যাফের বাইরে রোমানিয়ার এক নাগরিকের কোলে বসে থাকা এক ছেলেশিশু বিয়ারের গ্লাসে চুমুক দিচ্ছে। এর পরপরই সিগারেটে টান দিয়ে ধোঁয়াও ছাড়ছে। একজন শিশুটির মুখে সিগারেট ধরিয়ে দিচ্ছেন, আর সেটা নিয়ে মজা ক...