নগ্ন হয়ে ক্যামেরার সামনে নায়িকাদের পোজ দেওয়া কোনও নতুন ঘটনা নয়। এ বার সেই তালিকায় নাম লেখালেন দক্ষিণী ছবির নায়িকা এবং অ্যাঙ্কর শ্রুতি মেনন। সম্প্রতি একটি ব্রাইডাল ম্যাগাজিনের হয়ে এই শুটিং করেছেন নায়িকা। সেখানে তাঁর খোলা পিঠের আলস্যে জড়িয়ে রয়েছে গয়নার মায়া। সেই ছবি আপাতত ভাইরাল হয়ে গিয়েছে ওয়েব দুনিয়ায়। শ্রতি নিজেই তাঁর সোশ্যাল সাইটে শেয়ার করেছেন শুটিংয়ের সেই ছবি।
যদিও এই ছবি প্রকাশ হওয়ার পরে সমালোচনার ঝড় উঠেছে। তবে শ্রুতির সাফ জবাব, ‘‘নান্দনিক ভাব বজায় রেখেই শুট করেছি। আমার তো মনে হয় না এতে খারাপ কিছু রয়েছে।’’ যাবতীয় সমালোচনাকে উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, ফটোগ্রাফার যে ভাবে তাঁকে ব্রাইডাল সাজে দেখিয়েছেন, তাতে যথেষ্টই খুশি তিনি। আর শুটিংয়ে যে সব গয়না ব্যবহার হয়েছে তাও ব্যক্তিগত ভাবে পছন্দ তাঁর। নিজের বিয়েতেও ওই সব গয়নাতেই সাজতে চান বলেও জানিয়েছেন শ্রুতি।